Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

চেয়ারম্যান জীবন বৃত্তান্ত

 সুলতান মাহ্‌মুদ

চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ)
নিম্নতম মজুরী বোর্ড
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
ফোন: +৮৮ ০২ ৯৫৫২১৯৯(অফিস)
ই-মেইলঃ chairman_mwbdhaka@yahoo.com

 

জনাব সুলতান মাহ্‌মুদ, নোয়াখালী জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১০/১২/১৯৬২ ইং তারিখে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা জনাব নূরুল হক পাটওয়ারী একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন । তাঁর মাতা তৈয়বা খাতুন একজন গৃহিনী ছিলেন। তিনি ১৯৭৯ সনে নোয়াখালী জিলা স্কুল হতে বানিজ্য শাখায় প্রথম বিভাগে ১৫তম স্থান অধিকার করেন । ১৯৮১ সনে ঢাকা কলেজ হতে এইচ, এস, সি  পরীক্ষায়  উর্ত্তীর্ণ হন । ১৯৮৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে  এল-এল, বি (সম্মান) এবং ১৯৮৭ সনে এল-এল, এম সম্পন্ন করেন ।

 তিনি দশম বি,সি,এস (বিচার) ক্যাডারে ১১তম স্থান অধিকার করে ১১/১২/১৯৯১ ইং তারিখে শিক্ষানবিস সহকারী জজ হিসেবে নোয়াখালী জেলা জজ আদালতে যোগদান করেন । বর্তমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ২০১৫ সনের জ্যেষ্ঠতা তালিকামতে তাঁর ক্রমিক নং ১৭৯। তিনি ০৮/০৭/১৯৯৩ইং তারিখে সহকারী জজ হিসেবে নাঙ্গল কোট, কুমিল্লাতে  যোগদান করেন এবং ০৫/০৫/১৯৯৭ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন । ০৬/০৫/১৯৯৭ ইং তারিখে সিনিয়র সহকারী জজ হিসেবে রাঙ্গুনীয়া, চট্টগ্রামে যোগদান করেন এবং ০২/০৫/২০০০ ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত ০৪/০৫/২০০০ ইং তারিখে সিনিয়র সহকারী জজ হিসেবে চাঁদপুর জেলা জজ আদালতে যোগদান করেন এবং ০৩/০৬/২০০৩ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১০/০৬/২০০৩ ইং তারিখে যুগ্ম জেলা জজ পদে ফেনী জেলা জজ আদালতে  যোগদান করেন এবং ১৮/০৬/২০০৬ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন । গত ২৫/০৬/২০০৬ ইং  তারিখে  আইন কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) হিসেবে পুলিশ সদর দপ্তরে যোগদান করেন এবং ১৮/১০/২০০৭ ইং তারিখ পর্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন । বিচার  বিভাগের পৃথকীকরণ লগ্নে ২১/১০/২০০৭ ইং তারিখে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন এবং ০৭/০৮/২০০৮ইং তারিখ পর্যন্ত সি.এম.এম কোর্ট, ঢাকাতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন । তিনি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ১০/০৮/ ২০০৮ ইং তারিখ হতে ২৯/০৯/২০১১ ইং তারিখ পর্যন্ত সংযুক্ত কর্মকর্তা(অতিরিক্ত জেলা জজ) হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ছিলেন । গত ০২/১০/২০১১ইং তারিখ  হতে ০৮/০২/২০১৫ ইং তারিখ পর্যন্ত  চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে শরীয়তপুরে কর্মরত ছিলেন । গত ২২/০২/২০১৫ ইং তারিখ হতে ০৬/১০/২০১৫ ইং তারিখ পর্যন্ত বিচারক ( জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কক্সবাজারে কর্মরত ছিলেন । গত ০৮/১০/২০১৫ইং  হতে ১৯/০৪/২০১৮ ইং তারিখ পর্যন্ত চেয়ারম্যান ( জেলা ও দায়রা জজ)  হিসেবে তৃতীয় শ্রম আালত, ঢাকায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন । তিনি ০৩/০৫/২০১৮ইং তারিখ হতে ৩১/০৩/২০২১ ইং তারিখ পর্যন্ত চেয়ারম্যান ( সিনিয়র জেলা ও দায়রা জজ)  দ্বিতীয় শ্রম আদালত, চট্টগ্রামে কর্মরত ছিলেন । বর্তমানে গত ০৪/০৪/২০২১ ইং তারিখ হতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরী বোর্ডের  চেয়ারম্যান ( সিনিয়র জেলা ও দায়রা জজ ) হিসেবে কর্মরত আছেন ।  

বর্ণাঢ্য জীবনের অধিকারী এ কর্মকর্তা বিপিএটিসি (সাভার) এবং ঢাকাস্থ বিচার প্রশাসন প্রশিক্ষন ইনষ্টিটিউট হতে বহু প্রশিক্ষণ গ্রহণ করেন । এছাড়া তিনি চাকুরীকালে ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য  সিঙ্গাপুর ও ভারত, এবং হজ্জ্ব পালনের জন্য  সৌদি আরব ও কুয়েত ভ্রমন করেন । পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তান আরমান বিন মাহমুদ (ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত) এর  জনক । তাঁর স্ত্রী শারমিন করিম বি, এস,সি ( সম্মান) রসায়ন, এম, এস, সি ডিগ্রীধারী এবং তিনি একজন গৃহীনি ।

 

 

 

 


Share with :

Facebook Facebook